প্রধানমন্ত্রী চেয়েছেন আমি নির্বাচিত হয়েছি: জিএম সিরাজ এমপি

জিএম সিরাজসরকার চাইলে গ্রহণযোগ নির্বাচন করা যায় মন্তব্য করে বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ জাতীয় সংসদে বলেছেন, ‘আমি জনগণের প্রত্যক্ষ ভোটে এই সংসদে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন আমি নির্বাচিত হয়েছি। সরকার চাইলে গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। বগুড়াবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমার একটাই দাবি দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি।’
সোমবার (৯ সেপ্টেম্বর) সংসদে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জিএম সিরাজ বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচন করেছি। আওয়ামী লীগ জিতেছে। এতে আমার দল বিএনপি হারেনি। হেরেছে ১০ কোটি ভোটার। দেশের ১৬ কোটি জনগণ। হৃদয়ের সেই রক্তক্ষরণ নিয়ে আবার ২৪ জুন নির্বাচন করেছি।’
স্পিকার ড. শিরীন শারমিন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য জিএম সিরাজকে তিন মিনিট সময় দেন। সময় শেষ হয়ে গেলে মাইক বন্ধ হয়ে যায়। তবে জিএম সিরাজ মাইক ছাড়াই বক্তব্য দিতে থাকেন। এ সময় স্পিকার বারবার তাকে বসতে বলেন। পরে অবশ্য তাকে আরও এক মিনিট সময় দেওয়া হয়। এ সময় তার বক্তব্যটি শুভেচ্ছা বক্তব্য হচ্ছে না বলে উল্লেখ করেন স্পিকার।