বাংলাদেশের উন্নয়নের ধারায় আমরা অংশীদার হতে চাই: ব্রিটিশ হাইকমিশনার

নারায়ণগঞ্জে ব্রিটিশ হাইকমিশনারবাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে। ব্রিটিশ সরকার ও ব্যবসায়ীরা উন্নয়নের এ ধারায় অংশীদার হতে আগ্রহী।’নারায়ণগঞ্জে ব্রিটিশ হাইকমিশনার

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সম্পূর্ণ ব্রিটিশ বিনিয়োগে স্থাপিত একটি টেক্সটাইল মিল পরিদর্শন করে তিনি এই কথা বলেন।এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী তেরেসা আলবরসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা। টেক্সটাইল মিলটি হোম টেক্সটাইল পণ্য উৎপাদন করে এবং শতভাগ রফতানিকারক শিল্প প্রতিষ্ঠান।নারায়ণগঞ্জে ব্রিটিশ হাইকমিশনার

কারখানা পরিদর্শন করে ব্রিটিশ হাইকমিশনার কাজের পরিবেশ ও উৎপাদিত পণ্যের গুণগত মান দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।