মেহেন্দীগঞ্জে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

বরিশাল

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরলতা গ্রামে ধর্ষণের অভিযোগে বেল্লাল হোসেন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও দুই বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।

আসামি বেল্লাল চরলতা গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

আদালতের স্ট্যানো কাওছার হোসেন টিটু জানান, একই এলাকায় থাকার সুবাধে বাদীর সঙ্গে আসামি বেল্লালের সম্পর্ক গড়ে ওঠে। পরে বেল্লাল বিয়ে করতে রাজি না হওয়ায় ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর বাদী নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করেন। একই বছরের ১১ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেন্দীগঞ্জ থানার এসআই অসীম কুমার দে আসামি বেল্লালকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য গ্রহণশেষে বিচারক ওই রায় দেন।