রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সুইডিশ প্রতিনিধিদল কক্সবাজারে

১১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে কক্সবাজার পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মিস. চারলোটা সিলিটার।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে বিমানযোগে ৬ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজার পৌঁছেন।

সুইডেনের প্রতিনিধিদলটি বিকাল পৌনে ৫ টার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে মো. মাহবুব আলম তালুকদারের সঙ্গে বৈঠকে বসেন। এরপর জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান, ইউএনএইচসিআর, স্থানীয় সিভিল সোসাইটির প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রতিনিধিদলটি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, ‘সুইডেনের প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য কক্সবাজারে অবস্থান করছেন। মঙ্গলবার সকালে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে হেলথ ক্লিনিক, মডেল ওয়ার্কিং গ্রুপসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়াও হোস্ট কমিউনিটির জন্য পরিচালিত বিভিন্ন কার্যক্রম ও মাঠ কৃষক স্কুল পরিদর্শনের কথা রয়েছে। ’