ভেজাল খাবার বিক্রির দায়ে পাঁচ দোকান মালিককে জরিমানা

খাবারে ব্যবহারের জন্য দোকানে রাখা ভেজাল রংগোপালগঞ্জের কোটালীপাড়ায় ক্ষতিকর রং মিশিয়ে খাবার তৈরি ও খোলা পরিবেশে বিক্রির অপরাধে পাঁচ দোকান মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলার সিকির বাজার ও ঘাঘর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।
তিনি জানান, কোটালীপাড়া উপজেলার সিকির বাজারের মেসার্স মা ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশিয়ে খাদ্য তৈরি ও প্যাকেটে খুচরা মূল্য লেখা না থাকার দায়ে ওই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই উপজেলার ঘাঘর বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে চারটি হোটেলকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।