দুর্গাপূজার সময় ১০ দিন রফতানি বন্ধ রাখার ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

হিলি স্থলবন্দরআসন্ন দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০দিন পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার বিকালে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনজিত মজুমদার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপকে জানানো হয়। আগামী ২ অক্টোবর বুধবার থেকে ১১ অক্টোবর শুক্রবার পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার কথা জানানো হয় চিঠিতে। সেই সঙ্গে ১২ অক্টোবর শনিবার থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে বলে জানানো হয়েছে।

হারুন উর রশীদ জানান, ‘হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে ভারতের বিভিন্ন সড়কের ওপর প্রতিমা ও প্যান্ডেল তৈরি করা হয়। এজন্য সেসময় বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি খানিকটা বাধাগ্রস্ত হয়ে থাকে। এ কারণে ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন তাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় টানা ১০দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার কথা চিঠি দিয়ে আমাদের জানিয়েছেন।’