রোহিঙ্গাদের ত্রাণের দুই ট্রাক ডাল খাতুনগঞ্জ থেকে জব্দ

চট্টগ্রামরোহিঙ্গাদের জন্য ত্রাণ হিসেবে দেওয়া দুই ট্রাক মটরের ডাল চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারের কমিশনার গলি থেকে জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে একজনকে আটক করেছে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি) আসিফ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মেসার্স নিউ খালেক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে ডালগুলো জব্দ করা হয়।

আসিফ মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন এনজিও ও সরকারি সংস্থা থেকে রোহিঙ্গাদের ত্রাণ হিসেবে দেওয়া ডালগুলো খোলা বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা ওই গুদামে অভিযান চালাই। এ সময় ট্রাকভর্তি ডালগুলো গুদামে পাওয়া যায়। এ ঘটনায় নিউ খালেক ট্রেডার্সের ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন রাসেলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছে ডালগুলো সকালে রামু থেকে খাতুনগঞ্জে নিয়ে আসা হয়। ত্রাণ হিসেবে দেওয়া এই ডালগুলো রোহিঙ্গা পরিবারগুলোর কাছ থেকে ব্রোকাররা সংগ্রহ করে।’

তিনি জানান, ব্রোকারদের কাছ থেকে ওই ডাল সংগ্রহ করে খোলাবাজারে বিক্রির উদ্যোগ নিয়েছিল নিউ খালেক ট্রেডার্সের মালিক।