হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

পেঁয়াজএকদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে পাঁচ টাকা। একদিন আগেও প্রতিকেজি পেঁয়াজ ৫৭ থেকে ৬০ টাকা দরে বিক্রি হলেও রবিবার (২২ সেপ্টেম্বর) বিক্রি হচ্ছে ৫২ থেকে ৬০ টাকায়। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পেঁয়াজের দাম কমবে বলে বন্দরের আমদানিকারকরা জানিয়েছেন।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, কিছুদিন আগেও প্রতিটন পেঁয়াজ ২৫০ থেকে তিনশ’ মার্কিন ডলারে আমদানি হলেও গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার থেকে এক লাফে তা বাড়িয়ে ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করে ভারত সরকার। এরপর থেকেই মূলত বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে আসে। এ কারণে পেঁয়াজের দাম বাড়তে থাকে।