নীলফামারীতে আগুনে ১৭ দোকান পুড়ে ছাই

আগুনে পুড়ে যাওয়া সাইকেলনীলফামারীর ডিমলার সুটিবাড়িহাটে আগুনে ১৭টি দোকানের মালামাল পুড়ে গেছে। এছাড়া একটি ডেন্টাল ক্লিনিকের সব যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে যায়। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
ব্যবসায়ীরা জানায়, হাটের পশ্চিম পাশে ফরহাত হোসেনের খাবারের হোটেলের চুলা থেকে আগুন লাগে। হোটেলের চুলার ওপর শুকানোর জন্য খড়ি রাখা ছিল। এ সময় হোটেলের ভেতরে ঘুমাচ্ছিলেন কর্মচারী নজরুল ইসলাম।
এলাকার লোকজন টের পেয়ে তাকে হোটেলের ভেতর থেকে উদ্ধার করে। ওই আগুনে হোটেলের পাশে থাকা ডেন্টাল সার্জন জহিরের ক্লিনিকের যন্ত্রপাতি, আসবাবপত্র, ওষুধ, নবিউল ইসলামের দোকানের নতুন ৩৫টি বাইসাইকেল ও যন্ত্রাংশসহ মোট ১৭টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ডিমলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, হোটেলের চুলার ওপর খড়ি রাখা ছিল। সেখান থেকে আগুন লাগে।