মাছধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

নিহত শ্যাম দাসের স্বজনদের আহাজারিমাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ছোট বাড্ডা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ১০ জন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মাছধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওগাতুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম শ্যাম দাস (৪০)।গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গুরুতর আহত  অবস্থায় পরিমল দাস নামে আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে ওই গ্রামের শ্যাম দাসের সঙ্গে দিলীপ গাঠিয়া নামে এক ব্যক্তির অনেক আগে থেকেই বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ সংঘর্ষ হয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে লিপ্ত হয়।

ওসি শওগাতুল আলম জানান, পুনরায় সংঘাতের আশঙ্কায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে।