মাদারীপুরে আরও এক রোহিঙ্গা কিশোর আটক

আটক রোহিঙ্গা কিশোর সাকিব মাদারীপুরে সাকিব (১৫) নামে আরও এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার খোয়াজপুর এলাকা থেকে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করে মাদারীপুর পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চ (ডিএসবি)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওগাতুল আলম এ তথ্য জানান।

সাকিবের বাবার নাম আবদুল, মায়ের নাম গোলজার বেগম। সে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে থাকতো।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর জেলার লেকেরপাড় এলাকা থেকে জয়নাল নামে ১৬ বছর বয়সী আরেক রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, খোয়াজপুর এলাকায় গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল ওই রোহিঙ্গা কিশোর। রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রথমে সে ঢাকায় এসেছিল। পরে খোয়াজপুরের এক ব্যক্তি কাজ দেওয়ার কথা বলে তাকে চার দিন আগে ঢাকা থেকে খোয়াজপুরে নিয়ে আসে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশের বিশেষ শাখায় জানায়। পরে ডিএসবির সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম মাওলা ও তার সঙ্গীয় পুলিশ সদস্যরা চরগোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করে মাদারীপুর সদর থানায় নিয়ে আসেন।

ওসি শওগাতুল আলম জানান, আটক রোহিঙ্গা কিশোরকে থানা পুলিশের মাধ্যমে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।