মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে পুলিশের অভিযান, জাল জব্দ

মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার গভীর রাতে ঝালকাঠির বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রাত ১টার দিকে ঝালকাঠি সদর, নলছিটির সুগন্ধ ও বিষখালী নদীতে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে অভিযানে নামে জেলা পুলিশের একটি দল। এ সময় সুগন্ধা নদীর কৃষ্ণকাঠি এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিল কয়েকজন জেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে পালিয়ে যায় তারা। পরে নদী থেকে অবৈধ তিন হাজার মিটার কারেন্ট জাল টেনে তোলা হয়।
অভিযান শেষে পুলিশ সুপার বলেন, ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময় ইলিশ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও কেনাবেচা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। জেলেরা যেন ইলিশ শিকার করতে না পারে সে ব্যাপারে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।