সিদ্ধিরগঞ্জে ১৪ ছিনতাইকারী গ্রেফতার, ১২৫০ মোবাইল সেট উদ্ধার

_DSC2488

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও আদমজীর বিহারি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। তাদের কাছ থেকে ৩৫০টি বিভিন্ন ব্রান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ৯০০টি সাধারণ মোবাইল সেট ও ছিনতাই করা ২২ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১২ অক্টোবর) র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো- মো. সাজ্জাদ হোসেন (২৪), মো. শাহজালাল হাওলাদার (৩২),মো. হৃদয় (২১), মো. আ. ছাত্তার (৪৫), মো. মিলন হোসেন (৩৫), আবুল হোসেন (২৫), মো. মোস্তফা (৩১), মো. আলী অজগর (২১), মো. রমজান সরদার (৩১), মো. নাসির উদ্দিন (৪৩), মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. মাহিম মিয়া (২৮), মো. হায়দার আলী (৪৫) ও মো. শাহজাহান (১৮)।

জানানো হয়, শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড, চিটাগাং রোড ও এর আশপাশের এলাকায় ছিনতাই করে আসছে।