নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল (ফাইল ফটো)পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুর থেকে রো রো ও ডাম্প ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি (অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন) কর্তৃপক্ষ। বর্তমানে এই রুটে ১৬টি ফেরির মধ্যে তিনটি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, নাব্য সংকটের কারণে ১৬টি ফেরির মধ্যে তিনটি ছোট ফেরি চলাচল করছে। চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় বাধ্য হয়ে রো রো ও ডাম্প ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। তিনি জানান, বিআইডব্লিউটিএ চ্যানেলে ড্রেজিং করে। আরও পাঁচ দিন আগে ড্রেজিং কাজ শেষ করে চ্যানেল প্রস্তুত রাখার কথা। কিন্তু চ্যানেলে এখনও পর্যাপ্ত পানি নেই।
এদিকে বেশিরভাগ ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক যানবাহন অপেক্ষায় আছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এসব যানবাহনের মধ্যে অল্প কিছু যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার ছাড়া সবই পণ্যবাহী ট্রাক।