ব্রিজ আছে, রাস্তা নাই

11111

বগুড়ার সোনাতলার মধ্য দীঘলকান্দি গ্রামে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। তবে ব্রিজের একপাশে রাস্তা না থাকায় তা কোনও কাজেই আসছে না। স্থানীয়রা জানান, অপর পাশে অন্তত দুইশ’ গজ সড়কে মাটি কাটা প্রয়োজন। নাহলে এই ব্রিজ কোনও কাজে আসবে না।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে ২০১৮-১৯ অর্থবছরে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নে মধ্য দীঘলকান্দি গ্রামে ১৪ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ১৮ ফুট দৈর্ঘ্য ব্রিজটি নির্মাণ করা হয়। তবে ব্রিজের পূর্ব পাশে মাত্র ২০০ গজ রাস্তায় মাটি না কাটায় যাতায়াতের ক্ষেত্রে কোনও কাজে আসছে না ব্রিজটি। মধ্য দীঘলকান্দি থেকে চকচকিয়া রেল ব্রিজ পর্যন্ত এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে পারছেন না।

জানা যায়, আগে ওই রাস্তা দিয়ে কোনোরকমে রিকশা-ভ্যান যাতায়াত করতে পারলেও সম্প্রতি ব্রিজের পূর্ব দিকটা বন্যার পানির স্রোতে ভেঙে যায়। রাস্তাটিও প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে। ফলে দীঘলকান্দি গ্রামের প্রায় ৫ হাজার মানুষের যাতায়াতের পাশাপাশি আশপাশের আরও ৬-৭টি গ্রামের ২০ হাজার মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে।

এ প্রসঙ্গে জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান রোস্তম আলী মণ্ডল বলেন, ‘বর্তমান সরকারের শাসনামলে ওই স্থানে ব্রিজ নির্মাণ করা হয়েছে। রাস্তা নির্মাণে প্রকল্প প্রণয়ন করে বরাদ্দের জন্য পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই কাজটি শেষ করা হবে।’

সোনাতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ‘প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে সম্প্রতি ওই স্থানে ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়েছে। জনগণের স্বার্থে শিগগিরই রাস্তা নির্মাণ করা হবে।’