পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৪

12পরিবহন থেকে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারাযণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড ও বন্দরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৩৮ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়েছে। র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে মো. হিরণ মিয়া (৩৯), মো. শামীম (৩৬), মো. মঈন উদ্দিন (২৮) ও মো. আবুল বাশার (৪২)।

মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, অটোরিকশা ও সিএনজি থামিয়ে ভয়ভীতি ও হুমকি দেখিয়ে জোরপূর্বক গাড়িপ্রতি ১০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য হিরণ মিয়া, শামীম ও মঈন উদ্দিন-কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৪ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়।

অপরদিকে মদনপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়কালে চক্রের সদস্য আবুল বাশারকে গ্রেফতার করা হয়। এ সময় চাঁদাবাজির ৩৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। আবুল বাশার দীর্ঘদিন ধরে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় আসমানী পরিবহনের চালকদের কাছ থেকে দৈনিক গাড়িপ্রতি ১ হাজার ২২০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।