বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পেরে খুশি স্কুল-শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে স্কুল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করে সহযোগিতার হাত নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে ভীষণ আনন্দিত স্কুল শিক্ষার্থীরা। আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ‘সহযোগিতার হাত’ নামে একটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের এই সুযোগ করে দেয়। এসময় বিদ্যালয়ের ২৭৫ জন শিক্ষার্থী তাদের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষার সুযোগ পান।

আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জাহিদুল হোসেন জানান, আমার রক্তের গ্রুপ জানা ছিল না। আজ বিনরা খরচে তা জানার সুযোগ পেলাম তাও নিজের স্কুল ক্যম্পাসে। এই কর্মসূচি আমাদের ভালো লেগেছে। ১৮ বছর বয়সের পর শরীর ঠিক থাকলে রক্তদানের সুযোগ পাওয়া যায়। তখন সম্ভব হলে যে কোনও অসহায় রোগীকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে স্কুল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করে সহযোগিতার হাত নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা

একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, আগে রক্তের গ্রুপ কখনও পরীক্ষা করিনি। আজ আমাদের স্কুলে রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হচ্ছে জেনে নিজেরটা করিয়ে নিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি, এমন আয়োজন করার জন্যে স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতার হাতকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর জানান, স্কুল পর্যায়ে এমন আয়োজন নিঃসন্দেহে ভালো। কোনও শিক্ষার্থীর হঠাৎ রক্তের প্রয়োজন হলে তারা এখন সহজে রক্তের গ্রুপ জানাতে পারবে। আবার তারা যখন রক্তদান করতে সক্ষম হবে তখন অসহায় মানুষের কল্যাণে তারা কাজ করতে পারবে। এজন্য তিনি আয়োজকদের সাধুবাদ জানান।

সেচ্ছাসেবী সংগঠন ‘সহযোগিতার হাত’ এর প্রতিষ্ঠাতা প্রমিলা দাস জানান, মানুষকে রক্তদান সম্পর্কে সচেতন করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্কুলপর্যায় থেকে শিক্ষার্থীরা যেন তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারে এবং রক্তদানের মানসিকতা গড়ে ওঠে এজন্যেই তাদের এই প্রয়াস। ভবিষৎতে গ্রাম পর্যায়ে প্রতিটি স্কুলে এধরনের কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনার কথা জানান তিনি।

উল্লেখ্য, ১৮ থেকে ৫৪ বছরের যে কোনও সুস্থ মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে পারেন।