পাকির আলীর ভাই আবদুল্লাহ বলেন, ‘বল্লা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন পাকির আলী। পথে বল্লা বাজারের দক্ষিণ পাশে পেছন থেকে দু’টি মোটরসাইকেলে চারজন মুখোশধারী ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণে বেঁচে যান তিনি।’
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, ‘স্থানীয়রা সন্দেহভাজন আটজনকে চারটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।