কুষ্টিয়ায় দুদকের অভিযানে ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার আটক

দুদকের হাতে আটক সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহকুষ্টিয়ায় ঘুষের এক লাখ চার হাজার চারশ’ টাকাসহ সদর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও তার অফিস সহকারী রফিকুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নিজ অফিস কক্ষে ঘুষ লেনদেনের সময় তাদের আটক করা হয়। দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের বলেন, ‘রেজিস্ট্রি অফিসের বিভিন্ন দলিলগ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা খোঁজ নিই। অনুসন্ধানে আমরা সেখানে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে নিশ্চিত হই। ওই টাকা অফিসের অন্যান্য কর্মচারীর মাধ্যমে সাব-রেজিস্ট্রার নিতেন। এটি আমরা কমিশনকে জানাই। কমিশনের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রফিকুল সাব রেজিস্ট্রারকে টাকা হস্তান্তরের মুহূর্তে হাতেনাতে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

অভিযানের সময় কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  (এনডিসি) এ বিএম আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।