পটুয়াখালীতে প্রায় ৫ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে

ঘূর্ণিঝড় বুলবুলঘূর্ণিঝড় বুলবুল প্রবল বেগে ধেয়ে আসছে। এজন্য উপকূলীয় জেলা পটুয়াখালীর বিভিন্ন উপজেলার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মোট চার লাখ ৫৯ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন এ তথ্য জানান।

বুলবুলের প্রভাবে গতকাল থেকে জেলার বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। কুয়াকাটা সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।

জেলা প্রশাসক জানান, জেলায় মোট ৬৮৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় ছয় হাজার ৫২৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় ১১টি কন্ট্রোল রুম ও ৭৪টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এদিকে পায়রা বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ৩০০ মেট্রিকটন চাল, ১২ লাখ ৭৫ হাজার টাকা, ১৬৬ বান্ডিল টিন এবং চার হাজার কম্বল মজুত রাখা হয়েছে। এছাড়া দুই হাজার প্যাকেট শুকনো খাবার সরবরাহ করা হয়েছে।