উত্তাল পদ্মায় ফেরি চলাচল বন্ধ

ঘাটে রাখা হয়েছে ফেরিগুলোকে

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে পাটুরিয়া ও দৌলতদিয়া রুটে ফেরি চরাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগে থেকেই লঞ্চসহ হালকা নৌযান চলাচালে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। শনিবার (৯ নভেম্বর) রাত ১০টা থেকে ফেরি চলাচলও বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

সংস্থাটির আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউ ও বাতাসের কারণে ফেরি চলাচল অব্যাহত রাখতে হিমসিম খেতে হচ্ছিলো ফেরির মাস্টারদের। যে কারণে রাতে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উভয় ঘাটে নিরাপদে ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছে। 

একই সময়ে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক ও নৌ-নিরাপত্তা) ফরিদুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে।