রাঙ্গার বক্তব্য প্রত্যাহারের জন্য রংপুরে আল্টিমেটাম

 

১১১১১

শহীদ নূর হোসেনকে ইয়াবাখোর বলে দেওয়া বক্তব্য প্রত্যাহারের জন্য জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে রংপুর মহানগর যুবলীগের নেতারা।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এই আল্টিমেটাম দেওয়া হয়।

এর আগে নগরীর বেতপট্টির মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে যুবলীগের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

এসময় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, মহানগর যুবলীগ সভাপতি এম এ বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

তুষার কান্তি মণ্ডল বলেন, ‘‘৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় রাঙ্গা সাহেব কোথায় ছিলেন? তিনি কী জানেন, এরশাদ বিরোধী আন্দোলনে কত ছাত্র জনতা জীবন দিয়েছে। ওই সময় যুবলীগ নেতা বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক স্লোগান’ লিখে মিছিলে অংশ নিয়েছিল। তখন পুলিশের গুলিতে সে নিহত হয়। শহীদ নূর হোসেনের আত্মত্যাগের ফলে স্বৈরাচার বিরোধী আন্দোলন ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন।’

তিনি অবলিম্বে নূর হোসেনকে নিয়ে দেওয়া রাঙ্গার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।