দুই কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

কুড়িগ্রামে দুই কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবিগাঁজা, মদ, ফেনসিডিলসহ প্রায় দুই কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ২২ বিজিবি ব্যাটালিয়ন ইউনিট সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদক ধ্বংস করা হয়।কুড়িগ্রামে দুই কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

অনুষ্ঠানে কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল আবু জাহিদ সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার-উল-আলম, জেলা প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কাস্টমস কর্মকর্তাসহ সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা।কুড়িগ্রামে দুই কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে অবহিত করে তাদের আজীবন মাদক থেকে দূরে থাকার শপথ করান বিজিবি কর্মকর্তারা।পরে ২২ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সময় আটক করা ১০ হজার ৬ শ’ বোতল ফেনসিডিল, সাত হাজার ৬৫৮ বোতল মদ, ৭০২ কেজি গাঁজাসহ প্রচুর পরিমাণ মাদক ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা।