অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় মহেশপুরে আটক ২২

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক ব্যক্তিরা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ২২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে একজনকে ভারতে প্রবেশ করার আগেই আটক করা হয়। বাকিরা ভারত থেকে ফিরছিল। তারা সবাই বাংলাদেশি।  শনিবার (২৩ নভেম্বর) ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।

আটকের পর তাদের মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ প্রসঙ্গে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, ‘আটক  ব্যক্তিদের মধ্যে দুজনের বাড়ি ঝিনাইদহের মহেশপুরে, ১৫ জন বাগেরহাটের শরণখোলার এবং পাঁচজন নড়াইলের কালিয়া উপজেলার। ভারতে তারা কাজের জন্য গিয়েছিল। এদের বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা হয়েছে।’

তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।