নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট বন্ধের আহ্বান মালিকদের

খুলনা

নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘটকে অবৈধ ধর্মঘট বলে আখ্যা দিয়ে তা বন্ধের আহ্বান জানিয়েছেন খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপ।

খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের মহাসচিব ওয়াহিদুজ্জামান খান পল্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রমিকদের এই অবৈধ ধর্মঘট বন্ধ করতে হবে। সরকারি গেজেট বহির্ভূত অবৈধ দাবি প্রত্যাহার করতে হবে। মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের যৌথ উপস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ২০১৬ সনে নৌযান শ্রমিকদের ১০৩ শতাংশ বেতন ভাতা বৃদ্ধি করে একটি গেজেট ৫ বছরের জন্য অনুমোদন করা হয়েছিল, যার মেয়াদ ২০২১ সাল পর্যন্ত। সুতরাং এই বেতন-ভাতা বৃদ্ধিসহ এখন নৌযান শ্রমিকদের যে কোনও দাবি-দাওয়া অনৈতিক, আইন বহির্ভূত এবং অবৈধ। সে কারণে চলমান অবৈধ নৌযান শ্রমিক ধর্মঘট অবিলম্বে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানানো হচ্ছে।

এছাড়া সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি চক্রান্তকারী মহল দেশব্যাপী নৌপথে নৈরাজ্য সৃষ্টি করছে বলেও অভিযোগ করা হয়েছে।