১০ টন বন্ডেড সুতা জব্দ

নারায়ণগঞ্জের টানবাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে ১০ টন সুতা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের  কাস্টমস বন্ড কমিশনার ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা। এই সুতার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।  রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে টানবাজারের বিসমি ইয়ার্ন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী হাজী বিল্লাল হোসেনের গোডাউনে অভিযান চালিয়ে এসব সুতা জব্দ করা হয়।

কাস্টম ও বন্ড কমিশনার ঢাকা কার্যালয়ের উপ-কমিশনার রেজভি আহমেদ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গাজীপুরের জেলার টঙ্গী উপজেলার ভাদাম এলাকায় অবস্থিত সুপ্রভো কম্পোজিট নিট কারখানায় সুতা বা কাপড় তৈরির জন্য শুল্কমুক্ত সুবিধায় এসব সুতা আনা হয়েছে। এসব সুতা দিয়ে কাপড় তৈরি করে বিদেশ রফতানি করার কথা। কিন্তু সুপ্রভো কম্পোজিট নিট কারখানা বন্ড চুক্তি ভঙ্গ করে অবৈধভাবে  নারায়ণগঞ্জের বিসমি ইয়ান ট্রেডিংয়ের কাছে এসব সুতা খোলা বাজারে বিক্রি করে দিয়েছে, যা বন্ডের আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ও চোরাচালানের সামিল।

তিনি বলেন, ‘এসব সুতা জব্দ করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আরও কী পরিমাণ সুতা তারা খোলাবাজারে বিক্রি করেছে তা যাচাই করে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে।’

কাস্টম বন্ড কার্যালয়ের সহকারী কমিশনার আল আমিন জানান, আমাদের কাছে র্দীঘদিন ধরে অভিযোগ আসছিল যে- কিছু অসাধু  ব্যবসায়ী শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল হিসেবে সুতা আমদানি করে তা খোলাবাজারে বিক্রি করে দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করছিল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কাস্টম ও বন্ড ঢাকা কার্যালয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের টানবাজারে বিসমি ইয়ান টেডিংয়ের মালিক হাজী বিল্লাল হোসেনের মালিকানাধীন গোডাইনে অভিযান চালিয়ে বন্ডের সুবিধায় আনা প্রায় ১০ টন সুতা জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শুল্ক ও গোয়েন্দা বিভাগের কাস্টমস ও বন্ড ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক রেজভি আহমেদ, সহকারী কমিশনার আল আমিন, শরীফ মোহাম্মদ ফয়সাল, আক্তার হোসেনসহ অনেকে। এসয় তাদের সহায়তা করেন ঢাকা ও নারায়ণগঞ্জের সিআইডি পুলিশের কর্মকর্তারা।