ব্রিজ ভেঙে রাজাপুর-কাউখালী যোগাযোগ বন্ধ

ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে গাছবাহী নৌকার ধাক্কায় ২২৫ ফুট দীর্ঘ আইরন ব্রিজ ভেঙে পড়েছে। বুধবার (১১ ডিসেম্বর) ভোরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের তালুকদার হাট সংলগ্ন সন্ধ্যা নদীতে এই ঘটনা ঘটে। এরপর থেকে যাত্রীবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন বন্ধ হয়ে পাশের কাউখালী উপজেলার সঙ্গে রাজাপুরের যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ মোট ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ও সাধারণ নাগরিকরা।

জানা যায়, এই ব্রিজ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ থেকে ছয় হাজার লোক আসা যাওয়া করতো। পরিবহন করা হতো হাটে বিক্রির জন্য প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য।  

স্থানীয়রা জানান, এই নদী থেকে প্রতিদিন বালুবাহী জাহাজ আসা যাওয়ায় কারণে জাহাজের ধাক্কায় কয়েক মাস আগে থেকেই ব্রিজটিতে ফাটল ধরে। বুধবার ভোরে একটি গাছবাহী নৌকার ধাক্কায় ব্রিজের মাঝ অংশ পুরোপুরি নদীতে পড়ে যায়। এসময় গাছবাহী নৌকাটি ব্রিজের নিচে চাপা পড়ে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।