রাজশাহীতে অনশনে ৫ পাটকল শ্রমিক অসুস্থ

অনশনে অসুস্থ হয়ে পড়া এক শ্রমিককে হাসপাতালে নেওয়া হচ্ছেমজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে তৃতীয় দিনের মতো রাজশাহীতেও পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে। বুধবার (১২ ডিসেম্বর) রাত থেকে সকাল পর্যন্ত পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। রাজশাহী জুট মিলসের সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান এ তথ্য জানান।

অসুস্থরা হলেন– আসলাম হোসেন (৬৫), মোস্তাফিজুর রহমান (৪০), সাইদুর রহমান (৫৫), আব্দুল গফুর (৪৮) ও মনসুর রহমান (৫২)। রামেক হাসপাতালে ভর্তি  আছেন– আসলাম হোসেন ও আব্দুল গফুর। আসলাম পাটকলের অবসরপ্রাপ্ত কর্মচারী।

জিল্লুর রহমান জানান, রাতে তিনজন অসুস্থ্ হয়ে পড়লে জুট মিলের চিকিৎসক মাহফুজুর রহমান এসে প্রাথমিক পরীক্ষা করে আসলামকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়। আর অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল গফুর ও বেলা ১১টার দিকে মনসুর রহমান অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক এসে প্রাথমিক পরীক্ষা করে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ গফুরকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ‘দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।’

গত ২৩ নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিলসহ ধর্মঘটের মতো কর্মসূচিও পালন করেন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা। মঙ্গলবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু হয়।