অস্ত্রসহ দুই ইউপিডিএফ সদস্য আটক

অস্ত্র, গুলি ও অন্যান্য সামগ্রীসহ আটক দুই ইউপিডিএফ সদস্যখাগড়াছড়ি সদরের পেরাছড়া এলাকা থেকে অস্ত্র, গুলি ও অন্যান্য সামগ্রীসহ দুই ইউপিডিএফ সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে তাদের আটক করা হয় বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান।

আটক দুই ইউপিডিএফ সদস্য হচ্ছে– সদর উপজেলার পল্টনজয়পাড়া গ্রামের সুনীল রোয়াজার ছেলে পল্লিময় ত্রিপুরা (৩৪), মহালছড়ি উপজেলার মাইসছড়ি নোয়াপাড়া এলাকার অজিত কুমার চাকমার ছেলে নিতু চাকমা (৩৫)।

ওসি বলেন, ‘ইউপিডিএফের (মূল) কয়েকজন সন্ত্রাসী ওই এলাকায় অবৈধভাবে চাঁদা তুলছে এমন সংবাদ পাওয়ার পর অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে দুজনকে আটকের পাশাপাশি তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, চাঁদা আদায়ের রশিদ বই এবং মোবাইল ফোন নম্বর সংবলিত নোটবই উদ্ধার করা হয়।

আবদুর রশিদ আরও বলেন, ‘আটক পল্লিময় ত্রিপুরা (৩৩) এবং নিতু চাকমা (২৮) ইউপিডিএফ (মূল) দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকার সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। তাদের দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

আটকদের বিরূদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হবে বলে তিনি জানান।