ন্যায্য দামে আমন ধান কিনতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২

অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের জন্য উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন  করা হয়েছে মাগুরার সদর উপজেলা পরিষদ চত্বরে। সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে আমন ধান কেনার জন্য সদর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

রবিবার (২৯ ডিসেম্বরর) জেলা প্রশাসক আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৯-২০ মৌসুমে জেলার চার উপজেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত ৭ হাজার ২৮২ জন কৃষকের কাছ থেকে সরকারিভাবে ২৬ টাকা কেজি দরে মোট ৬ হাজার ৭৬৭ মেট্রিক টন আমন ধান কেনা হবে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ২ হাজার ২৬৭ জন কৃষকের কাছ থেকে ২ হাজার ৬৩৩ মেট্রিক টন, শ্রীপুর উপজেলায় ১ হাজার ১০৪ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ২৭৪ মেট্রিক টন, শালিখা উপজেলায় ১ হাজার ৫৩৮ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৫৩৮ মেট্রিক টন ও মহম্মদপুর উপজেলায় ২ হাজার ৩৭৩ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৩২২ মেট্রিক আমন ধান টন ধান কেনা হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মঈনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক অলোক বোস ও কৃষক উবাইদুর রহমান।