ফাঁদে ধরা পড়লো মেছো বাঘ

মেছো বাঘ মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের শিয়ালজুড়ি গ্রামে একটি মেছো বাঘ উদ্ধার করেছে গ্রামবাসী। শনিবার রাতে শিয়ালজুড়ি গ্রামের সুধীর দাসের বাড়ির পাশে নবগঙ্গা নদীর পাড়ে পেতে রাখা খাঁচায় এটি ধরা পড়ে।
এ বিষয়ে সুধীর দাসের ছেলে সুখদেব দাস জানান, অনেক দিন ধরে তার বাড়ির পালন করা হাঁসও মুরগি শিয়াল ও বনবিড়াল আক্রমণ করে আসছিল বলে সন্দেহ হচ্ছিলো। এ ঘটনায় বাড়ির পাশে আম বাগানে বড় একটি বাঁশের খাঁচা পেতে রাখেন তিনি। সেই খাঁচাতেই ধরা পড়ে মেছো বাঘটি।
খবর পেয়ে স্থানীয় শত্রুজিৎপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা মেছো বাঘটি জব্দ করে। ক্যাম্পের ইন্সপেক্টর বিশারুল ইসলাম জানান, এটি দেখতে অনেকটাই মেছো বাঘের মতো। আমরা প্রাথমিকভাবে মেছো বাঘ বলে ধারণা করছি। আমরা এটিকে অতি দ্রুত বন্যপ্র্রাণী সংরক্ষণ অধিদফতরে পাঠাবো ।