নিখোঁজের পরদিন বায়োগ্যাস প্লান্টে মিললো ব্যবসায়ীর লাশ

এই বায়োগ্যাস প্লান্ট থেকে লাশটি উদ্ধার করা হয়গাইবান্ধায় নিখোঁজের একদিন পর শাওন মিয়া (৩৭) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের বায়োগ্যাস প্লান্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।

শাওন ওই ইউনিয়নের ভগবানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে। তিনি কোমরপুরবাজারে মনিহারি দোকানে ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ভগবানপুর-কোমারপুর বাজার এলাকায় মৃত আজিজার রহমানের বাড়ির কাছের একটি বায়োগ্যাস প্লান্টের পাশে রক্তের দাগ দেখতে পাওয়া যায়। পরে রক্তের দাগ অনুসরণ করে প্লান্টের ভেতরে লাশটি পাওয়া যায়। খবর পেয়ে স্বজনরা এসে শাওনের লাশ শনাক্ত করেন।

শাওনের বাবা সাজু মিয়া জানান, সোমবার রাত থেকে শাওনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির পর বায়োগ্যাস প্লান্টে তার লাশ পাওয়া যায়। তাকে ডেকে নিয়ে গিয়ে কেউ হত্যার পর লাশ ফেলে যায় বলে অভিযোগ তার।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। শাওনকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করে ওই প্লান্টে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।