কবি বন্দে আলী মিয়ার ১১৪তম জন্মবার্ষিকী উদযাপন

১২১

‘আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর’ অথবা ‘ময়নামতির চর’ কবিতার জন্য বিশেষভাবে পরিচিত কবি ও শিশু সাহিত্যিক বন্দে আলী মিয়ার জন্মদিন ১১৪ তম জন্মবার্ষিকী আজ (১৯ জানুয়ারি)। ১৯০৬ সালের এই দিনে পাবনা শহরের রাধানগর মহল্লায় জন্মগ্রহণ করেন কবি।

এই উপলক্ষে শুক্রবার সকালে শহরের রাধানগর নারায়ণপুরে কবিকুঞ্জের পাশে কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জেলা প্রশাসন, কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদ ও শুভ সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

এছাড়া স্মরণ পরিষদের উদ্যেগে বিকালে কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিশু সাহিত্যিক, নাট্যকার ও গীতিকার কবি বন্দে আলী মিয়ার ‘আমাদের গ্রাম’ কবিতাটি আজও স্কুলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত।

বন্দে আলী মিয়া শিশুদের জন্য ১০৫টি শিশুতোষ গ্রন্থসহ ১৩৬টি বই লিখেছেন। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। সাহিত্যকর্মে তার অসামান্য অবদানের জন্য ১৯৯০ তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক (মরণোত্তর) দেওয়া হয়।