গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এই ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী ট্রেনে কাটা পড়ে ওই নারী নিহত হন। এলাকার লোকজন মানুষিক ভারসাম্যহীন ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে লাশ রাখা হয়েছে। রেল পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।