বেনাপোল সীমান্ত থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার

স্বর্ণ (প্রতীকী ছবি)

বেনাপোলের নাভারন রেলস্টেশন এলাকা থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টার দিকে এই অভিযান চালানো হয়।   

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে  নাভারন স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লাল স্কুল ব্যাগের মধ্য থেকে স্বর্ণের বার দুটি উদ্ধার করা হয়েছে। এর ওজন ৬২০ গ্রাম এবং সিজার মূল্য ৩৫ লাখ টাকা।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যায় বলেও জানান তিনি।