মনু নদীর তীরে গাছ লাগানোর জন্য বরাদ্দ দেওয়া হবে: পরিবেশমন্ত্রী

২১১

মনু নদীর উন্নয়নে মেগা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘মনু আমাদের জীবনের একটি অংশ। এটাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। নদী ভরাট হয়ে জমির ওপরে উঠে গেছে। মনু নদীর তীরে গাছ লাগানোর জন্য আমার মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে। এই নদীর উন্নয়ন নিয়ে ভারতের সঙ্গে আলোচনাও চলছে।’

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পৌর জনমিলন কেন্দ্রে আয়েঅজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।   

এসময় মন্ত্রী আরও বলেন, ‘ইতোমধ্যে একনেকের অনুমোদনের জন্য ১ হাজার ২ কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছে। আশা করছি খুব শিগগিরই প্রকল্প পাশ হবে। তবে এর আগে নদী দখল মুক্ত করতে হবে। ভরাট ও দখলের কারণে নদী নাব্যতা হারিয়েছে। যেভাবে হোক মনুকে খনন করা হোক।’

অর্থনীতিবীদ ড. কাজী খলীকুজ্জামানের সভাপতিত্বে ও পৌর মেয়র মো. ফজলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদার, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পানি বিশেষজ্ঞ  ও ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী ও  পুলিশ সুপার মো.ফারুক আহমেদ পিপিএম (বার) প্রমুখ।