শাহজাদপুরে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

সিরাজগঞ্জসিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক ব্যবসায়ী ও তার সহযোগীদের হাতে দুই সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে দাড়িয়াপুর বাজারে এ ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ইউএনওকে বিষয়টি জানিয়ে বুধবার সকালে শাহজাদপুর প্রেসক্লাবে প্রতিবাদ করেছেন গণমাধ্যমকর্মীরা।

লাঞ্ছনার শিকার দুই সাংবাদিক হলেন– দৈনিক করতোয়া ও মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাগর বসাক এবং দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি হাসানুজ্জামান তুহিন।

শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে মাদক ব্যবসায়ী মানিক সরকার ও তার লোকজন সাংবাদিক সাগর বসাককে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাড়া করে। মোবাইল ফোনে সংবাদ পেয়ে সহকর্মী হাসানুজ্জামান তুহিন এগিয়ে গেলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। মানিক একজন কুখ্যাত চোলাইমদ ব্যবসায়ী। শাহজাদপুর কলেজের সামনে তার চোলাই মদের অবৈধ ভাট্টি রয়েছে। এর আগে র‌্যাবের কাছেও সে বেশ ক’বার ধরা পড়েছে। পুলিশের চোখে ধুলা দিয়ে প্রকাশ্যে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ সে মদ বিক্রি করছে। যুবসমাজকেও সে বিপথগামী করছে।’

তিনি আরও বলেন,  ‘মাদকসংক্রান্ত সংবাদ পরিবেশনের জের ধরে এই দুই সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে। ঘটনার বিষয়ে সাংবাদিক সাগর বসাক এরই মধ্যে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও  ইউএনও সাহেবকে আমরা তিন দিনের অল্টিমেটামও দিয়েছি।’

শাহজাদপর থানার ওসি আতাউর রহমান বুধবার সন্ধ্যায় বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমরাও এটি শুনে মর্মাহত হয়েছি। সাগর বসাকের অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’