লামায় পাঁচটি ইটভাটা ধ্বংস, সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ পাঁচটি ইটভাটা ধ্বংস করা হয়েছে। এসময় এসব ইটভাটা মালিকের কাছ থে‌কে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাগলিরছড়া এলাকায় এই অভিযান চালা‌নো হয়।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে র‌্যাব, ফায়ার সার্ভিস, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা এই অভিযান চালায়।

অভিযানকালে পানি দিয়ে পাঁচটি ইটভাটার চুলা নষ্ট করা হয় ও স্কেভেটর দিয়ে কাঁচা এবং পোড়া ইট নষ্ট করা হয়। এছাড়া এসব ইটভাটা থে‌কে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বান্দরবান জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক এএইচএম সামীউল আলম কুরসি বলেন, ‘বনাঞ্চল, পাহাড়ি এলাকা ও জনবসতি এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ। উক্ত এলাকায় স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এতে লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া ইটভাটাগুলোর কোনও কাগজপত্র নেই। অবৈধভাবে ভাটাগুলো চলছিল।’

তিনি আরও ব‌লেন, ‘এএসবি ব্রিকসকে এক লাখ, এমএআর ব্রিকসকে তিন লাখ, ফোরবিএম ব্রিকসকে ২ লাখ টাকা, সিবিএম ব্রিকসকে তিন লাখ টাকা ও ওয়াইএসবি ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।