বরিশাল বোর্ডে জেএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বরিশালবরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে আরও ৪৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো চার হাজার ৯৯১ জন। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন এ তথ্য জানান।

অরুণ কুমার গাইন জানান, নির্ধারিত সময়ের মধ্যে তিন হাজার আট পরীক্ষার্থী চার হাজার ১৫৬টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। ফেল করা চার শিক্ষার্থী পুনঃনিরীক্ষণে পাস করেছে। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। এতে পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও জানান, গত ৩১ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এই শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৭ দশমিক ৫ শতাংশ। ওই ফলাফলে জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।