সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) সারাদিন ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সুপার শহিদুল ইসলাম জানান,স্বরসতী পূজা উপলক্ষ্যে সরকারি ছুটি। তাই বেনাপোল বন্দরে সকাল থেকে আমদানি রফতানি বন্ধ।
বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, এই বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।