খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ

বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভদলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রংপুর নগরীতে বিক্ষোভ করেছেন মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। তবে পুলিশি বাধার কারণে তারা মূল সড়কে আসতে না পেরে গলির ভেতরেই সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু। তিনি বলেন, ‘এ সরকার দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। তাই আইনের বাধ্যবাধকতা থাকলেও খালেদা জিয়ার জামিন হচ্ছে না।’

এর আগে, সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে সমবেত হন। একই সময় পুলিশও ওই কার্যালয়ের সামনে অবস্থান নেয়। দুপুরের দিকে নেতাকর্মীরা মিছিল নিয়ে মূল সড়কে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাদের সঙ্গে পুলিশের তীব্র বাকবিতণ্ডা হয়। সে সময় তারা দলীয় কার্যালয়ের প্রবেশপথেই সমাবেশ করেন।

এ সময় বিএনপি নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।