এ বিষয়ে রেজিস্ট্রার বলেন, ‘এই কমিটি সব বিষয় পর্যবেক্ষণ করে সুপারিশ প্রদান করবে।’ তবে এ বিষয়ে এখনও বিস্তারিত চিঠি পাননি বলে তিনি জানান।
বেশ কিছুদিন ধরে ইতিহাস বিভাগের অনুমোদনের দাবি নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বিভাগটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী করিমুল জানান, কমিটি গঠিত হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
প্রসঙ্গত, ইউজিসির কোনও অনুমোদন ছাড়াই ২০১৭ সালে বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (বিলওয়াবস) ইনস্টিটিউটের অধীনে ইতিহাস বিভাগ চালু করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। বিভাগটিতে বর্তমানে চার শতাধিক শিক্ষার্থী রয়েছেন।