ভারত থেকে ফেরার পথে বিএসএফ-এর হাতে বাংলাদেশি আটক

কুড়িগ্রাম

কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী সীমা‌ন্তে নুরনবী মিয়া (৩০) না‌মে এক বাংলা‌দে‌শি‌কে আটক ক‌রে‌ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৯ ফেব্রুয়া‌রি) রা‌তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৪ এর কাছ থে‌কে তা‌কে আটক করা হয়। সে ফুলবাড়ী উপ‌জেলার ভাঙ্গা‌মোড় ইউ‌নিয়‌নের খোঁচাবাড়ী গ্রা‌মের মকবুল হোসেনের ছে‌লে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বি‌জি‌বি লালম‌নিরহাট ১৫ ব‌্যাটালিয়‌নের প‌রিচালক লে.ক‌র্নেল এসএম তৌ‌হিদ উল আলম এই তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বি‌জি‌বি জানায়, নুরনবী মিয়া দীর্ঘদিন ধ‌রে ভার‌তের দিল্লি‌তে কাজ কর‌ছিল। বুধবার রাত সাড়ে ১০টার দি‌কে আন্তর্জা‌তিক পিলার ৯৩৪ এর পাশ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ভারতীয় করলা ক্যাম্পের ৩৮ বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

তাকে ফেরত আনার প্রক্রিয়া চল‌ছে জা‌নি‌য়ে বি‌জি‌বি ১৫ ব‌্যাটা‌লিয়‌নের প‌রিচালক লে.ক‌র্নেল এসএম তৌ‌হিদ উল আলম ব‌লেন, ‘বিএসএফ এর সঙ্গে আলোচনা ক‌রে আটক বাংলা‌দে‌শি যুবক‌কে ফেরত আনার প্রক্রিয়া চল‌ছে। তা‌কে ফেরত আনার পর সং‌শ্লিষ্ট থানা পু‌লি‌শের মাধ‌্যমে হস্তান্তর করা হ‌বে।’