কক্সবাজার ও চট্টগ্রাম বিমানবন্দরের সেবার আশ্বাস পেয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বিল্পব কুমার দেব ও ড. মো. আব্দুস শহীদ এমপি (ছবি: সংগৃহীত)ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, ‘ত্রিপুরার রাজধানী আগরতলায় বিমানবন্দর করার জন্য ভারতকে জমি দেওয়ার প্রস্তাবে সাড়া না দিলেও কক্সবাজার ও চট্টগ্রাম বিমানবন্দরে সেবা যাতে ত্রিপুরা রাজ্য পায় সেজন্য উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতের ত্রিপুরার আগরতলায় দুই দিনব্যাপী ভারত-বাংলা পর্যটন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত মৌলবীবাজার কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন।আগরতলায় দুই দিনব্যাপী ভারত-বাংলা পর্যটন উৎসব (ছবি: সংগৃহীত)

বিপ্লব কুমার দেব বলেন, ‘বিমানবন্দরের জন্য বাংলাদেশ জমি দিতে রাজি হয়নি। তবে ঢাকা-আগরতলা বিমান চলাচল শুরুর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

অনুষ্ঠানে মঞ্চে নৃত্য পরিবেশন করেন ত্রিপুরার শিল্পীরা। ত্রিপুরা রাজবাড়ী হিসেবে খ্যাত উজ্জয়ন্ত প্রাসাদে পর্যটন উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, ত্রিপুরা সরকারের পর্যটন দফতরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনের সংসদ সদস্য (এমপি) প্রতিমা ভৌমিক ও আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা।আগরতলায় দুই দিনব্যাপী ভারত-বাংলা পর্যটন উৎসব (ছবি: সংগৃহীত)

উৎসবে আরও অংশ নিয়েছেন মৌলবীবাজার কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমদসহ বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতিকর্মী ও সাংবাদিকরা।