গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

নড়াইলনড়াইলে আশা (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আশার বাবা নুর ইসলাম বাদী হয়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামকে পুলিশ গ্রেফতার করছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নড়াইল শহরের দূর্গাপুর এলাকায় ঘটনাটি ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেন।  
নিহতের পরিবারের অভিযোগ, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে নড়াইল পৌরসভার দূর্গাপুর এলাকার আব্দুল গাফফারের ছেলে রফিকুলের সঙ্গে বিয়ে হয় সদর উপজেলার হোসেনপুর গ্রামের আশা খাতুনের। বিয়ের পর থেকেই মাদকাসক্ত রফিকুল ইসলাম স্ত্রীকে নানা অজুহাতে নির্যাতন করতো। মাদক সেবনের দায়ে কয়েক দফা জেলও খেটেছে সে। টাকার জন্য রফিকুল ও তার মা আশার বাবা-মাকে প্রায়ই চাপ দিতো।

আশার মা লাভলী বেগম বলেন,‘আমার মেয়েকে মেরে ফেলার আগের দিনও জামাই এবং বেয়ান আমার কাছ থেকে টাকা নিয়ে এসেছে। আমার মেয়েকে তারা শ্বাসরোধ করে হত্যা করেছে। আমি খুনিদের যথাযথ শাস্তি চাই।’