বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ‘ব্যঙ্গচিত্র’ প্রচারের অভিযোগে যুবক গ্রেফতার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ব্যঙ্গচিত্র’ প্রচারের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থেকে গালিব হাসনাত নামেন এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালের দিকে বন্দরের বাগবাড়ি স্কুলের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গালিব হাসনাত বন্দরের হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের ছেলে। এরআগে, বন্দর থানায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করেন ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন।

অভিযোগে জানা গেছে, গালিব হাসনাত নামে এক তরুণ সম্প্রতি ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর দুটি ছবি শেয়ার করেন। ছবি দুটি নিয়ে বন্দরের কদম রসূল এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়।

এদিকে নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে চলে গেছে গালিবের পুরো পরিবার।

হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন কবির মৃধা বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। ঘটনার সঙ্গে অভিযুক্তের বাবার কোনও সম্পৃক্ততা আছে কিনা, সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের পুরো পরিবার এলাকা ছেড়ে চলে গেছে বলে শুনেছি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ার ঘটনায় থানায় মামলা করেছেন স্কুল কমিটির সদস্য ও যুবলীগ নেতা জাকির হোসেন। অভিযুক্ত যুবককে বিকালে গ্রেফতার করা হয়েছে।