রোহিঙ্গাদের কথা শুনলেন জার্মান মন্ত্রী

 

রোহিঙ্গা ক্যাম্পকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখলেন ঢাকায় সফররত জার্মানির অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ড. গার্ড মুলার। এসময় তিনি রোহিঙ্গাদের নানা দুঃখ-দুর্দশার কথাও শোনেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান জার্মান মন্ত্রী গার্ড মুলার। এরপর তিনি সেখানে রোহিঙ্গাদের মাল্টিপারপাস ও লার্নিং সেন্টার ঘুরে দেখেন। এসময় রোহিঙ্গারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।  

এসব তথ্য নিশ্চিত করে অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা বলেন, ‘বাংলাদেশ সফররত জার্মানির অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রী গার্ড মুলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরির্দশনে আসেন। এসময় তিনি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। পরে বিকেলে কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন।’ 

একইদিন সকাল ১০টার দিকে কক্সবাজারে পৌঁছান বাংলাদেশ সফররত গার্ড মুলার। এর আগে মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

আরও পড়ুন- রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আরও চাপ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর