একদিনে পেঁয়াজের দাম কমলো কেজিতে ৩০ টাকা

1পেঁয়াজ রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ফের আমদানির খবর ছড়িয়ে পড়েছে। ফলে একদিনের মধ্যেই দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ১৫ থেকে ৩০ টাকা। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সরেজমিন হিলি বাজারে দেখা গেছে, আমদানি ও দেশি দুই পেঁয়াজের সরবরাহ রয়েছে বাজারে। মেহেরপুরের সুখসাগর জাতের পেঁয়াজ আগের মতোই বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। তবে আমদানি করা বার্মার পেঁয়াজ একশ’ টাকা থেকে কমে ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুড়িকাটা পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে ৮০ টাকায় বিক্রি হতো। এছাড়াও ভারতীয় কিছু পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বৃহস্পতিবারও এসব পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা স্বপন কুমার ও সালাহউদ্দিন আহম্মেদ বাংলা ট্রিবিউনকে জানান, এখনও আমাদের এক কেজি পেঁয়াজ কমপক্ষে ৬০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। অবশ্য ভারত থেকে পেঁয়াজ আসার খবরে আজ কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা কমেছে। এতে সাধারণ মানুষের বেশ সুবিধা হচ্ছে। সামনের দিনে এভাবে যদি পেঁয়াজের দাম আরও কমে, তাহলে বেশ ভালো হবে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। আগামী রবিবার বা সোমবার হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হতে পারে। এ খবর দেশের সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে। কৃষকরা তাই পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন। ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে আর দামও কমতে শুরু করেছে।