মহেশখালী থেকে মালয়েশিয়াগামী ১৬ রোহিঙ্গা আটক

আটক রোহিঙ্গারা

কক্সবাজারের মহেশখালী হয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১৬ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মহেশখালী জেটিঘাট থেকে তাদের আটক করা হয়। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ছয় জন নারী ও ১০ জন পুরুষ।

শুত্রবার (২৮ ফেব্রুয়ারি) মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে মালয়েশিয়ার যাওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মহেশখালী গোরকঘাটা এলাকা থেকে ১৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে। পরে তাদের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত ক্যাম্প ইনচার্জের কাছে সোপর্দ করা হয়।’

উদ্ধার রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি আরও জানান, ‘রোহিঙ্গাদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে দ্বীপ উপজেলা মহেশখালীতে নিচ্ছিলো একটি দালালচক্র। এসময় স্থানীয়দের সহায়তায় ১৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’