করোনা ভাইরাস সতর্কতায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির কর্মসূচি স্থগিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির কর্মসূচি স্থগিত ঘোষণা করছেন মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকরোনা ভাইরাসের সতর্কতায় গাজীপুরে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তৈরির কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে মেয়র জাহাঙ্গীর আলম এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মানুষের দ্বারা তৈরি সবচেয়ে বড় মোজাইক ছবি’ নামে তার প্রতিকৃতি তৈরির মাধ্যমে শ্রদ্ধা জানানোর এ উদ্যোগ নেওয়া হয়। ১৭ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের এ কর্মসূচির উদ্যোগ নেন।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমরা এমন কিছু করবো যা সারা বিশ্ব জানবে। প্রতিকৃতি তৈরির এই উদ্যোগ গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান নেবে বলে আমাদের বিশ্বাস।’

মেয়র করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘লাখ লাখ পোশাক শ্রমিক অধ্যুষিত গাজীপুরে করোনা ভাইরাসের ঝুঁকি রয়েছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ যেসব প্রতিষ্ঠানে লোকসমাগম বেশি হয় সেসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। আতঙ্কিত না হয়ে আমাদের সবাইকে সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাসরোধে কাজ করতে হবে। কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। এজন্য গাজীপুর সিটি করপোরেশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’